জাতীয়

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

5views

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খোরশেদ আলম, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক। উদ্বোধনী পর্ব শেষে নগরের সিঅ্যান্ডবি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা অংশ নেন। তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ বছর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য ছিল- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’।

Leave a Response