
মেয়াদের আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের আচরণে অপমানিত বোধ করায় তিনি এমন মনোভাব ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি দায়িত্ব ছাড়তে আগ্রহী হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন।
হোয়াটসঅ্যাপে দেওয়া ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, গত সাত মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি। বিশেষ করে গত সেপ্টেম্বরে বিদেশের সব দূতাবাস ও মিশন থেকে হঠাৎ করেই তার ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এর মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে এবং তিনি নিজেকে অত্যন্ত অপমানিত মনে করছেন।
রাষ্ট্রপতি আরও জানান, ছবি সরানোর বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও নির্বাচনের পরই তিনি এই সিদ্ধান্ত কার্যকর করবেন বলে জানিয়েছেন।






