
নারী জাতীয় ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) অংশগ্রহণ না করা বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার মারুফা আক্তার এবার ঘরোয়া অঙ্গনে ফিরছেন। আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া নারী বাংলাদেশ ক্রিকেট লিগ (ডব্লিউবিসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তারা।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। অংশ নেবে চারটি দল। তারা হলো সেন্ট্রাল জোন, নর্থ জোন, ইস্ট জোন ও সাউথ জোন। দলগুলো একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। সবকটি ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হওয়ার সূচি রয়েছে।
উদ্বোধনী দিনে সেন্ট্রাল জোন খেলবে নর্থ জোনের বিপক্ষে আর ইস্ট জোন মুখোমুখি হবে সাউথ জোনের। প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায় এবং দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে।
ভারতে অনুষ্ঠিত সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের পর চোট থেকে সেরে ওঠার জন্য বাংলাদেশ অধিনায়ক জ্যোতি, পেসার মারুফা ও স্পিনার নাহিদা আক্তার সম্প্রতি ডব্লিউএনসিএলে অংশগ্রহণ করেননি। মাঠে ফিরে এসে জ্যোতি সেন্ট্রাল জোনের নেতৃত্ব দেবেন, মারুফা আছেন সাউথ জোনের স্কোয়াডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, নাহিদা এখনও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকায় এবারের ডব্লিউবিসিএলে তার খেলার সম্ভাবনা কম।


