
ইকবাল মাহমুদ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বিজয় দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক, রাজাকার ও আল-বদরদের ছবি সংবলিত প্রতীকী ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম, এ কে এ নিয়াজী, রাও ফরমান আলীসহ একাত্তরে আল-বদর ও রাজাকার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টদের প্রতীকী ছবি ও পোস্টার দিয়ে ঘৃণাস্তম্ভটি নির্মাণ করা হয়েছে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদেরও অংশ নিতে দেখা যায়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। জুতা নিক্ষেপ শেষে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে একটি করে চকলেট দেওয়া হয়।
ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন,“মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী রাজাকারদের দ্বারা আমার দেশের মানুষ নিহত হয়েছে। আজ আমরা দেখছি, এই রাজাকাররা আবার ডানা মেলতে শুরু করেছে। তারা আমাদের পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়, এই দেশকে গোলাম আজমের বাংলা বানাতে চায়। কিন্তু আমরা বলতে চাই, এই দেশ আমাদের, আর এখানে কোনো রাজাকারের ঠাঁই হবে না।”
আয়োজনে অংশ নেওয়া একজন দর্শনার্থী বলেন,“এই রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতে শুধু জুতা নয়, আরও বড় কিছু মারা উচিত। আর কিছু না পেয়ে জুতাই মারলাম।”
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মামুন সরকার বলেন,“আজকে জুতা নিক্ষেপের মাধ্যমে আমার ভেতরের ঘৃণাকে প্রকাশ করেছি। শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আর যারা নব্য রাজাকার হতে চাচ্ছে, আজকের আয়োজন থেকে তারা যেন শিক্ষা নেয়—সেই আহ্বান রইল।”
একই বিভাগের শিক্ষার্থী রাতুল বলেন,“একাত্তরে এই রাজাকাররা এবং এদের সহায়তায় পাকিস্তানি হানাদাররা আমাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে মা-বোনদের। তাই আজকের এই মহান বিজয়ের দিনে সেসব ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশে আজকের এই কর্মসূচি।”






