
আব্দুল আলিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুর সরকারি মহিলা কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং একই দিনে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কলেজের হলরুমে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আ. বাছেত। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম ও কামরুন নাহার। অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন মাছুদুজ্জামান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সৈয়দা মাসুমা রহমান। ইসলামী শিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম। পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা। হিসাববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সাজ্জাদুল হোসেন।
এছাড়া প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন— ইংরেজি বিভাগের খাদিজাতুল কুবরা, অর্থনীতি বিভাগের নাঈমা আক্তার এবং দর্শন বিভাগের সাবিনা ইয়াসমিন।
এদিকে একই দিনে কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাছুদুজ্জামান। যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক উমর শরীফ।
অনুষ্ঠানে বক্তারা পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






