রাজনীতি

তারেক রহমানের সংবর্ধনা ৩০০ ফিটে, জানা গেল ঢাকায় পৌঁছানোর সময়

24views

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এদিন বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

লন্ডন থেকে বিএনপির একাধিক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিয়ে দলের সিনিয়র কয়েকজন নেতার সাথে দুপুরে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। তাকে সংবর্ধনা দেওয়া হবে ৩০০ ফিট এলাকায়।

বিএনপির সূত্র বলছে, বিষয়টি নিয়ে সিভিল এভিয়েশনে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বি. জে. শামছুল ইসলাম।

ইতোমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দিতে গঠিত কমিটি, যার আহবায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদসহ নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম এবং কমিটির অন্যরা রাজধানীর ৩০০ ফিট এলাকাসহ বিমানবন্দর থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত সড়ক ও আশপাশ পরিদর্শন (রেকি) করেছেন। নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে পর্যালোচনা করছেন তারা।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, ‘অনুষ্ঠানটি দুটো বিষয়ের জন্য আয়োজিত। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম। ১৭-১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ।’মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

Leave a Response