জাতীয়

রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও

27views

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা।

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধ্বস্তাধস্তি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের ব্যানারে দুপুরে মিছিল নিয়ে নগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে।

এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।

এর আগে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে সককাল থেকেই পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় অবস্থান নিতে দেখা যায়।

Leave a Response

আবু রায়হান

আবু রায়হান

নিজস্ব প্রতিবেদক