ক্যাম্পাস

প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার নিন্দা নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

32views

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোহান চিশতী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদীর মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। কিন্তু ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী গণমাধ্যমের অফিসে হামলা ও একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। এভাবে হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ভুলুণ্ঠিত করা এবং স্বাধীন মত প্রকাশে ভয়ের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

নেতৃবৃন্দ আরও বলেন, যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এমন আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল। অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল গোষ্ঠী শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তারা লাঠিসোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ডেইলি স্টার ভবনের দিকে যায়। সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে যান। এ সময় হেনস্তার শিকার হন তিনি।

Leave a Response