
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এই তথ্য জানায়।
তাদের বার্তায় বলা হয়, আজ সকাল ১০টা৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেওয়া হয়। এ.কে. খন্দকার নামে পরিচিত হলেও তার পুরো নাম আবদুল করিম খন্দকার।
তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন”।
স্বাধীনতার পর এ.কে. খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করে তিনি ‘রোষানলে’ পড়েছিলেন উল্লেখ করে এতে বলা হয়, “মহান স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরাই ছিল পতিত শাসনের দৃষ্টিতে তার অপরাধ”।






