সারা বাংলা

নাচলে সরকারি পশুখাদ্য পাচারকালে গ্রেপ্তার ১

25views

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে সরকারি পশুখাদ্য পাচার চেষ্টার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ মোট ছয়জনকে গভীর রাতে স্থানীয় জনতা কঠোর অবরুদ্ধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচারে ব্যবহৃত সরকারি মালবাহী একটি গাড়ি জব্দ ও এক ব্যক্তিকে আটক করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জনে সরকারি পশুখাদ্য কার্যালয় থেকে খাদ্যগুলো বাইরে সরানোর চেষ্টা চলছিল। হঠাৎ সন্দেহজনক শব্দ ও অন্যান্য আলামত টের পেয়ে স্থানীয় জনতা দ্রুত কার্যালয় ঘিরে ফেলেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে জনতার অবরোধে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ পাঁচজন আটকা পড়েন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরকারি পশুখাদ্য পাচারে ব্যবহৃত সন্দেহভাজন একটি গাড়ি জব্দ করে ও এক ব্যক্তিকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও যৌথবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ কর্মকর্তাদের নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই এখানে এ ধরনের অনিয়ম চলছে, সরকারি পশুখাদ্য পাচারের নেপথ্যে দীর্ঘদিন ধরেই কার্যালয়ের কিছু অসাধু ব্যক্তি জড়িত। কিন্তু গভীর রাতে হাতে-নাতে ধরা পড়ায় এবার বিষয়টি আর চাপা রাখা সম্ভব হয়নি।

Leave a Response