বিনোদন

বিকেএসপির প্রথম থিম সং প্রকাশ

8views

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক বেলাল খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন- বেলাল খান, কণা, নদী ও সজীব দাস। এবং সংগীত আয়োজন করেছে সজীব দাস। সংগীতে বিকেএসপির লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন- নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা।

দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবার পেল তার নিজস্ব থিম সং। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ শিরোনামের গানটি প্রথমবারের মতো বিকেএসপির জন্য তৈরি হয়েছে। গানটি গেয়েছেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। গতকাল বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হয়েছে।

গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বিকেএসপির জন্য গান করা আমার কাছে আনন্দের বিষয়। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়াশোনার চমৎকার সমন্বয় রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। তাদের জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো। এতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়াঙ্গনে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। এটি দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে স্বপ্নচারী হতে উদ্বুদ্ধ করবে। আমি বিশ্বাস করি, এই থিম সং প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে। একদিন তারা স্বদেশের পতাকা অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে উড়াবে।”

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় তৈরি ভিডিওতে মডেল হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

গানের সুর করেছেন বেলাল খান, সংগীত আয়োজন করেছেন সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা।

Leave a Response