
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে কোয়েল-বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
রোববার(১৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, প্যানেলের প্রতীক হিসেবে ‘খ’ চিহ্ন ব্যবহার করা হবে। মোট ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, দেশে ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে, যার লক্ষ্য রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করা।
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রাজশাহীতে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ঢাকায় আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।






